শুক্রবার, ২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
টুকরো খবর

কাদের মির্জার অনুসারীর মামলায় আওয়ামী লীগের ১০৪ জন আসামি

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের ১০৪ নেতা-কর্মীর বিরুদ্ধে এবার মুরগির খামারে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে মামলা করেছেন কাদের মির্জার অনুসারী আবদুল কাইয়ুম। গত বুধবার নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম মোসলেহ উদ্দিন মিজানের আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছে।

বাদী পক্ষের প্রধান আইনজীবী শংকর দে জানান, সংশ্লিষ্ট থানা মামলা গ্রহণ না করায় বাদী আদালতে মামলা করতে বাধ্য হয়েছেন। মামলায় প্রধান আসামিরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খান, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ও মন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগিনা ফখরুল ইসলাম রাহাত। মামলায় ১০৪ জন ছাড়াও ৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলাটি করেছেন কাদের মির্জার অনুসারী চরহাজারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবদুল কাইয়ুম।

মামলায় উল্লেখ করা হয়, আসামিরা গত সোমবার রাত ২টা ৫০ মিনিটে মুরগির ফার্মে আগুন দিয়ে ফার্ম থেকে ছয়টি সিএনজিচালিত অটোরিকশা লুট করে নিয়ে যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর