শিরোনাম
শুক্রবার, ২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

অস্ত্র ও গুলিসহ দুই ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্রসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। গতকাল আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত বুধবার সিলেটের কানাইঘাট উপজেলার ১৩২৪ নম্বর মেইন সীমান্ত পিলারের ভিতর থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র ও অনুপ্রবেশ আইনে মামলা হয়েছে। আটকরা হলেন- ভারতের মেঘালয় রাজ্যের জুয়াই জেলার উকিয়াং থানার বটছড়া খাসিয়াপুঞ্জীর বাসিন্দা তাও ও ব্রাজিল। তাদের কাছ থেকে ৩টি একনলা বন্দুক, ১৬ রাউন্ড গুলি, ৩টি ধারালো দা ও ১টি ছোরা উদ্ধার করা হয়েছে।

কানাইঘাট উপজেলার লোভাছড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার সাইফুল খান জানান, ভারত থেকে একদল সশস্ত্র খাসিয়া বাংলাদেশ সীমান্তের ভিতরে প্রবেশ করলে তাদের আটকের চেষ্টা করা হয়। এ সময় বিজিবি সদস্যরা অস্ত্রসহ দুই ভারতীয় খাসিয়া নাগরিককে আটক করতে সক্ষম হয়। বাকিরা ভারতে পালিয়ে যায়। এ ঘটনায় কানাইঘাট থানায় অস্ত্র ও অনুপ্রবেশ আইনে দুটি মামলা দায়ের হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর