শনিবার, ৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সাংবাদিকরা ঐক্যবদ্ধ নন বলেই দুষ্কৃতকারীরা হামলার সাহস পায়

ফরিদা ইয়াসমিন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সাংবাদিকরা ঐক্যবদ্ধ নন বলেই দুষ্কৃতকারীরা হামলার সাহস পায়

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে গতকাল মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন -বাংলাদেশ প্রতিদিন

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেছেন, সাংবাদিকরা ঐক্যবদ্ধ নন বলেই দুষ্কৃতকারী ও মৌলবাদীরা সাংবাদিকদের ওপর হামলার সাহস পায়। তাই সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ফরিদা ইয়াসমিন এ কথা বলেন। তাঁর নেতৃত্বে এদিন জাতীয় প্রেস ক্লাবের একটি প্রতিনিধি দল হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের তান্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব পরিদর্শনে আসেন। এ সময় প্রেস ক্লাবে হামলার বিষয়টি জাতীয় প্রেস ক্লাব নেতাদের কাছে বর্ণনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন। এ ছাড়া হেফাজত কর্মী-সমর্থকদের হামলার শিকার প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি তাঁর ওপর হামলার বিবরণ দেন। উল্লেখ্য, ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তান্ডব চালান হেফাজতে ইসলামের কর্মী ও সমর্থকরা। তারা সরকারি-বেসরকারি বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। ফরিদা ইয়াসমিন বলেন, দেশের যে কোনো প্রান্তে সাংবাদিকদের ওপর আঘাত মানে প্রত্যেককে মনে করতে হবে এটা আমার নিজের ওপর আঘাত। এ পেশাকে টিকিয়ে রাখতে হলে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। পেশাগত কাজের ক্ষেত্রে আমরা এক হয়ে দায়িত্ব পালন করব। ঐক্যের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ওপর আঘাতকে আমরা আমাদের ওপর আঘাত মনে করেই ছুটে এসেছি। সংস্কৃতির রাজধানী ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে অনেক বেশি প্রগতিশীল মনে করা হয়। সাংবাদিকরা সব সময় প্রগতি, গণতন্ত্র এবং মানুষের কথা বলেন। সাংবাদিকরা অন্য আর দশটা মানুষের মতো দায়িত্ব এড়াতে পারেন না। পরে জাতীয় প্রেস ক্লাবের নেতারা ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় ফরিদা ইয়াসমিনের সঙ্গে ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, যুগ্ম সম্পাদক আশরাফ আলী, নির্বাহী সদস্য আইয়ুব ভূঁইয়া, নির্বাহী সদস্য রেজানুর রহমান, সৈয়দ আবদাল আহমদ, শাহনাজ বেগম পলি, শাহনাজ সিদ্দীকী সোমা, সাংবাদিক জাহাঙ্গীর খান বাবু, জালাল আহমেদ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর