শনিবার, ৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সাংবাদিকতা শুধু পেশা নয়, অনেকের কাছে ব্রত

রাঙামাটি প্রতিনিধি

সাংবাদিকতা শুধু পেশা নয়, অনেকের কাছে ব্রত

গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে তথ্য ও স¤প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আমরা একটি গণতান্ত্রিক-বহুমাত্রিক সমাজে বসবাস করি। এ সমাজের দর্পণ হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যম যখন সঠিকভাবে কাজ না করে, তখন বহুমাত্রিক ও গণতান্ত্রিক সমাজ ক্ষতিগ্রস্ত হয়। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি অনেকের কাছে ব্রত। বহু সাংবাদিক আছেন যারা সরকারি চাকরিতে প্রবেশ করলে সচিব হয়ে অবসরে যেতে পারতেন। অনেকে বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে সাংবাদিকতা পেশায় এসেছেন। বিশ্ববিদ্যালয়ের ভালো ভালো ছেলেরা সাংবাদিকতায় পড়াশোনা করে সাংবাদিকতাকে ভালোবেসে এ পেশায় আসেন। সাংবাদিকতার নামে দু-একজন অপসাংবাদিকের ব্যক্তিগত দুর্নাম যাতে সামগ্রিক সাংবাদিক সমাজকে কলংকিত করতে না পারে সে দিকে নজর রাখতে হবে। রাঙামাটির কাপ্তাই উপজেলা অডিটোরিয়ামে গতকাল প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া, রাউজান ও রাঙামাটি জেলার কাপ্তাই, রাজস্থলী ও কাউখালী উপজেলার সাংবাদিকদের জন্য ‘সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ’ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও স¤প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন। পিআইবির মহাপরিচালক মো. জাফর ওয়াজেদের সভাপতিত্বে রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান ও কুষ্ঠ হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং উপস্থিত ছিলেন। ড. হাছান মাহমুদ বলেন, পৃথিবীতে বহু মানুষ আছেন, যাদের কোনো ডিগ্রি ছিল না; কিন্তু তারা অনেক জ্ঞানী। কবিগুরু, কাজী নজরুল ম্যাট্রিক পাস করেননি। বিলগেটস বিশ্ববিদ্যালয়ে তিনবার ফেল করে আউট হয়ে গেছেন। কিন্তু তাদের জ্ঞান পৃথিবীকে আলোকিত করেছে। তাদের জ্ঞান নিয়ে গবেষণা হয়, পিএইচডি ডিগ্রি হয়। তিনি বলেন, অনেক সাংবাদিক আছেন, যিনি মাত্র ম্যাট্রিক পাস, কিন্তু তিনি অনেক ভালো লেখেন। আবার অনেক সাংবাদিক আছেন, যিনি মাস্টার্স পাস হয়েও ভালো রিপোর্ট লিখতে পারেন না। তাই আমি ব্যক্তিগতভাবে ডিগ্রি নির্ধারণের বিপক্ষে। সাংবাদিকদের উদ্দেশে ড. হাছান মাহমুদ বলেন, সাংবাদিকদের রাষ্ট্রের ও সমাজের দর্পণ হিসেবে কাজ করার পাশাপাশি আমরা যাতে উন্নত সমাজ গঠন করতে পারি, তার ব্যাপারেও লিখতে হবে। একইসঙ্গে যে কথা বলতে পারে না, যার ভাষা হারিয়ে গেছে তার জন্যও লিখতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর