শনিবার, ৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ঘুষ লেনদেনের অভিযোগে সাব-রেজিস্ট্রার গ্রেফতার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় সাব-রেজিস্ট্রার অফিসে ঘুষ লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) টানা ৮ ঘণ্টা অভিযান চালিয়েছে। এ সময় সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে নগদ ৬ লাখ ৪২ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযান চলাকালে শ্যামল বড়ুয়া নামের এক অফিস সহকারী দেয়াল টপকে পালিয়ে যায়।

গ্রেফতার করা হয় সাব-রেজিস্ট্রার মো. নাহিদুজ্জামান ও  মোহরার দুর্জয় কান্তি পালকে। গ্রেফতারকৃত ও পলাতক তিনজনকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে। এই তিনজনের নিয়ন্ত্রণ থেকে ঘুষের টাকাগুলো পাওয়া গেছে বলে মামলার এজাহারে দাবি করা হয়।

সাব-রেজিস্ট্রার নাহিদুজ্জামান নাটোর জেলার গুরুদাসপুর থানার উত্তর নাড়ি বাড়ির, মোহরার দুর্জয় কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুল ও পলাতক অফিস সহকারী শ্যামল কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।  বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। একপর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার মো. তানভীর হোসেনকে সঙ্গে নিয়ে সাব-রেজিস্ট্রারের বাসায়ও তল্লাশি চালানো হয়। দুদক চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর