শনিবার, ৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

-নিজস্ব প্রতিবেদক, খুলনা

করোনা সংক্রমণ প্রতিরোধে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। গতকাল থেকে এ নিষেধাজ্ঞা শুরু হয়েছে। বন অধিদফতরের প্রধান বন সংরক্ষকের দফতর থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে। সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন সোহাগ এ তথ্য জানিয়ে বলেন, নিষেধাজ্ঞাকালীন করমজল, হিরণ পয়েন্ট, কলাগাছিয়াসহ পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটক যেতে পারবেন না। তবে স্বাভাবিক সময়ের মতো সুন্দরবনের নদীখালে মাছ সংগ্রহ করতে পারবেন জেলেরা।

এর আগে করোনার প্রভাবে গত বছরের ১৯ মার্চ থেকে অক্টোবর পর্যন্ত সাত মাসেরও বেশি সময় ধরে সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। বন কর্মকর্তারা বলেন, দেশে হঠাৎ করে করোনা সংক্রমণ বাড়ায় সুন্দরবনে প্রবেশে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর