রবিবার, ৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
রাজধানীতে কার্টনে নারীর লাশ

কুষ্টিয়ায় অভিযুক্ত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ভাসানটেক এলাকায় সড়কে পড়ে থাকা কার্টনের ভিতর থেকে নাজমা বেগম নামে এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম ফিরোজ। গতকাল বিকালে কুষ্টিয়া থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ভাসানটেক থানার এসআই মো. শহিদুল ইসলাম।

গত ১ এপ্রিল রাজধানীর ভাসানটেকের ডেন্টাল কলেজের ইমারজেন্সি গেটের পাশ থেকে নাজমা বেগমের লাশ উদ্ধার করা হয়। নিহত নাজমা পল্লবীর ঝিলপাড় এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি ভোলা সদরে। ওই সময় পুলিশ বলেছিল, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরে তার লাশ কার্টনে ভরে ভাসানটেকে ফেলে গেছে দুর্বৃত্তরা। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিন জানান, নাজমা খুনের ঘটনায় কুষ্টিয়া থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। এর সঙ্গে আর কেউ জড়িত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। লাশ উদ্ধারের পর নিহত নাজমা বেগমের মা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে ভাসানটেক থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গ্রেফতার ফিরোজ একটি অনলাইন ব্যবসার সঙ্গে জড়িত। সিসিটিভির ফুটেজ দেখে তাকে চিহ্নিত করা হয়েছে। প্রাথমিকভাবে এই হত্যার সঙ্গে জড়িত দুজনকে চিহ্নিত করা হয়েছে। জড়িত অন্যজনকে ধরতে অভিযান চলছে। সিসিটিভির ফুটেজে দেখা গেছে, মিরপুরে কাজীপাড়ার একটি বাড়িতে নিহত নাজমাকে কার্টনে ভরে প্যাকেট করা হয়। পরে তাকে একটি রিকশায় তুলে ভাসানটেকের ডেন্টাল কলেজের ইমারজেন্সি বিভাগের সামনে ফেলে রাখা হয়। গ্রেফতার ফিরোজকে কুষ্টিয়া থেকে ঢাকায় এনে জিজ্ঞাসাবাদ করলে হত্যার কারণ স্পষ্ট হবে।

সর্বশেষ খবর