রবিবার, ৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
এ ক ন জ রে

হেফাজতকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি

-যুক্তরাষ্ট্র প্রতিনিধি

শাল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ায় হত্যাযজ্ঞ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বর্বরোচিত হামলার জন্যে হেফাজতে ইসলামসহ সংশ্লিষ্ট সব সংগঠন ও ব্যক্তিকে অভিযুক্ত করে তাদের ‘সন্ত্রাসী’ হিসেবে ঘোষণা এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুক্তরাষ্ট্র শাখা। এ দাবিনামা শিগগিরই বাংলাদেশ সরকার এবং মার্কিন প্রশাসনকে স্মারকলিপির মাধ্যমে অবহিত করা হবে। শুক্রবার পরিষদের ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের চেয়ারপার্সন এটর্নি অশোক কর্মকার এসব দাবি জানান।

উল্লেখ করেন, ‘দুঃখজনক হলেও সত্য এখন পর্যন্ত কোনো হামলা, অগ্নি সংযোগ, লুটতরাজ, ধর্ষণ, হত্যাকান্ডে রই সত্যিকার অর্থে বিচার হয়নি। বিচারের নামে প্রহসনের নাটক আমরা অবাক বিস্ময়ে অবলোকন করেছি।’ এ সময় উল্লেখ করা হয়, ২০০০ সাল থেকে শতাধিক সন্ত্রাসী হামলায় লিপ্ত ছিল হেফাজতে ইসলাম নামক জঙ্গি সংগঠনটি। এদের মদদদাতাদেরকেও চিহ্নিত করার দাবি জানিয়েছেন ঐক্য পরিষদের নেতারা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলা হয়, হেফাজতে ইসলাম আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্কে সম্পৃক্ত কিনা তা যাচাই করার দায়িত্ব বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক সংস্থার। অভ্যন্তরীণভাবে তারা গত কয়েক বছরে যে আচরণ করেছে, তা অবশ্যই সন্ত্রাসী কর্মকান্ডেরই নামান্তর।

 

 

 

সর্বশেষ খবর