রবিবার, ৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

তামাক পণ্যে কর বাড়ালে রাজস্ব বাড়বে

নিজস্ব প্রতিবেদক

তামাক পণ্যে কর বাড়ালে রাজস্ব বাড়বে

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. আতিউর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত দেশ গড়ার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তা বাস্তবায়নে তামাক পণ্যের ওপর আরও কার্যকর করারোপ এখন সময়ের দাবি। আসছে ২০২১-২২ অর্থবছরের বাজেটে এ জন্য সিগারেট, বিড়ি, গুল ও জর্দার ঘোষিত খুচরা মূল্য বাড়ানোর পাশাপাশি সব তামাক পণ্যের ওপর সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ করা হোক। এই প্রস্তাব বাস্তবায়ন হলে সরকারের রাজস্ব আয় ১২ শতাংশ পর্যন্ত বাড়বে। মানুষকে ধূমপান থেকে বিরত করা যাবে।

গতকাল বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয় আয়োজিত ‘তামাক ব্যবহার কমাতে করারোপ : বাজেট ২০২১-২২-এর ভাবনা’ শিরোনামের ওয়েবিনারে মূল বক্তব্যে এসব কথা বলেন ড. আতিউর রহমান। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া এমপি। বিশেষ অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক রুহুল হক এমপি। আরও বক্তব্য দেন ন্যাশনাল টোব্যাকো কন্ট্রোল সেলের কো-অর্ডিনেটর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জিল্লুর রহমান চৌধুরীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া এমপি বলেন, তামাকবিহীন দেশ গড়তে তামাক পণ্যের ওপর আরও কার্যকর করারোপের বিকল্প নেই। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি সব অংশীজনকে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। অধ্যাপক রুহুল হক এমপি বলেন, তামাকের ওপর বড় মাত্রায় করারোপ না করা গেলে তামাক নিয়ন্ত্রণের জাতীয় প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব হবে না। পাশাপাশি তামাক নিরোধে সামাজিক সচেতনতাও বাড়াতে হবে।

সর্বশেষ খবর