রবিবার, ৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

তাণ্ডব সৃষ্টির হুকুমদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মিছবাহুর রহমান চৌধুরীর

নিজস্ব প্রতিবেদক

গত ২৩ থেকে ২৭ মার্চ পর্যন্ত দেশে মধ্যযুগীয় তান্ডব সৃষ্টিকারী হুকুমদাতাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

মিছবাহুর রহমান চৌধুরী বলেন, গত ২৩ থেকে ২৭ মার্চ পর্যন্ত হেফাজতে ইসলামের ব্যানারে জামায়াত-শিবির এবং কওমি অঙ্গনের কিছু উগ্রপন্থি তথাকথিত ওলামাদের নেতৃত্বে দেশের বিভিন্ন অঞ্চলে নজিরবিহীন তান্ডব  চালানো হয়। এতে থানা, প্রেস  ক্লাব, ভূমি অফিস, ওস্তাদ আলাউদ্দিনের    স্মৃতি ভাঙচুর, রেলস্টেশন, বীর মুক্তিযোদ্ধাদের বাড়িতে আগুনসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে নানা উসকানি দিয়ে মানুষ হত্যা করা হয়েছে। তিনি বলেন, দেশের কওমি মাদরাসাগুলোতে কখনো উগ্র মতাবলম্বী ছিল না। বর্তমানে হেফাজতে ইসলামের নেতারা জামায়াতে ইসলামীর এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছেন। তারা গ্রামে গ্রামে হিংসা বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছেন। সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলো হলো- ব্রাহ্মণবাড়িয়া, হাটহাজারী, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হেফাজতের কর্মসূচি পালনকালে হেফাজতে ইসলামের ব্যানারে মানুষ হত্যার উসকানিসহ মধ্যযুগীয় তান্ডব সৃষ্টিকারী হুকুমদাতাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, একজন বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা, গত বছরব্যাপী ওয়াজের নামে হেলিকপ্টার ব্যবহারকারীদের আয়ের উৎস, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অপতৎপরতার তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। হেফাজতের প্রতিষ্ঠাতা আল্লামা আহমাদ শফী হত্যা মামলার তদন্ত দ্রুত নিষ্পত্তি করার দাবি করা হয়।

সর্বশেষ খবর