রবিবার, ৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

গাজীপুরে সংঘর্ষে ২৮১ জনের বিরুদ্ধে মামলা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় হেফাজতে ইসলামের ২৮১ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার রাতে বাসন থানার এসআই কামরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও ২০০/২৫০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ২১ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ওসি মো. কামরুল ফারুক জানান, পুলিশের কাজে বাধা ও দাঙ্গা করার অপরাধে এ মামলা করা হয়েছে। এ সংঘর্ষের ঘটনায় আট পুলিশ সদস্য আহত হন বলে তিনি জানান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের গতকাল দুপুরে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে গাজীপুর আদালতে পাঠানো হয়। পরে আদালত আসামিদের কারাগারে পাঠানের আদেশ দেন। মামলার অন্যান্য আসামিরা পলাতক রয়েছে। হেফাজতের দাবি, পুলিশের লাঠিচার্জ ও রাবার বুলেটে ১৫ জন হেফাজত সমর্থক আহত হয়েছে। 

সর্বশেষ খবর