সোমবার, ৫ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

‘এক্সারসাইজ শান্তির অগ্রসেনা’ উদ্বোধন করলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

‘এক্সারসাইজ শান্তির অগ্রসেনা’ উদ্বোধন করলেন সেনাপ্রধান

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে গতকাল আন্তর্জাতিক সামরিক প্রশিক্ষণ ‘এক্সারসাইজ শান্তির অগ্রসেনা’ উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ -আইএসপিআর

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে গতকাল আন্তর্জাতিক সামরিক প্রশিক্ষণ ‘এক্সারসাইজ শান্তির অগ্রসেনা’ উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। আইএসপিআর জানায়, এ সময় সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান, ১৯ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়ার মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বহুজাতিক এই সামরিক অনুশীলনে ১১ দেশের ১২৩ প্রতিনিধি যোগ দিয়েছে। প্রশিক্ষণে বাংলাদেশ হতে ৩০ জন, ভারত হতে ৩০ জন, শ্রীলঙ্কা হতে ৩০ এবং ভুটান হতে ৩৩ জন অংশ নিয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্র, ফ্রান্স, নেপাল, তুরস্ক, সৌদি আরব, ভারত, শ্রীলঙ্কা ও ভুটানের ১৯ জন অবজারভার অংশ নিয়েছে।

সর্বশেষ খবর