সোমবার, ৫ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সংসদে চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল

নিজস্ব প্রতিবেদক

অসচ্ছল, অসুস্থ চলচ্চিত্র শিল্পীদের চিকিৎসাসহ মৃত্যু ঘটলে তার পরিবারকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দিতে সংসদে ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল-২০২১’ বিল উত্থাপিত হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী দিনে গতকাল বিলটি উত্থাপন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষা করে ৪৫ দিনের মধ্যে সংসদে প্রতিবেদন  দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। বিলে বলা হয়েছে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট হবে ১৩ সদস্যের।

এ ট্রাস্টি বোর্ডের  চেয়ারম্যান হবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক থাকবেন, তিনি ট্রাস্টের সচিবের দায়িত্ব পালন করবেন। সরকার ব্যবস্থাপনা পরিচালককে নিয়োগ করবে। ট্রাস্টে তহবিল গঠিত হবে সরকারি অনুদান, দেশি-বিদেশি ব্যক্তি-প্রতিষ্ঠানের অনুদান, লভ্যাংশ, ট্রাস্টের প্রতিষ্ঠান ও  সম্পদের আয় থেকে।

সর্বশেষ খবর