মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডব

১০ দিনের মধ্যে পুলিশের তদন্ত রিপোর্ট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় ২৮ মার্চ হরতাল ডেকে হেফাজতে ইসলামের তান্ডব চালানোর ঘটনার বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। এ তদন্ত প্রায় শেষ পর্যায়ে বলে জানানো হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে তদন্ত কমিটি উচ্চপর্যায়ে এ রিপোর্ট প্রদান করবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত নয় দিনে তদন্ত কমিটি সবকটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করা হয়েছে। তদন্ত কমিটির কাছে এ পর্যন্ত বিপুল পরিমাণ ভিডিও ফুটেজ এসেছে। ফুটেজ দেখে শনাক্তের কাজ চলছে। সেইসঙ্গে সিআইডি ও পিবিআই তদন্ত করছে গান পাউডার, কেরোসিন, পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করার বিষয়। হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ কারা করেছে- তা পুলিশের কাছে পরিষ্কারের পাশাপাশি ছয়জনকে ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ২৭টি মামলা হয়েছে। এতে ২৫ হাজারের অধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডব ঘটনায় চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজি জাকির হোসেন খান পিপিএম (ক্রাইম অ্যান্ড অবস) কে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

 

সর্বশেষ খবর