বুধবার, ৭ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

গুলশানে হিলটন স্পায় অভিযান

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশানের হিলটন থাই স্পা অ্যান্ড সেলুনে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ স্পায় ‘অনৈতিক কর্মকান্ড’ চলত বলেও অভিযোগ পাওয়া গেছে।

অভিযানে নেতৃত্বে থাকা ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল হামিদ মিয়া সাংবাদিকদের জানান, গুলশান-২ এলাকায় হিলটন থাই স্পা অ্যান্ড সেলুনে অভিযানে গেলে দরজা বন্ধ দেখা যায়। দরজা ভেঙে ভিতরে ঢুকলে কাউকে না পেলেও অনৈতিক কর্মকান্ডের আলামত পাওয়া গেছে। এ সময় সিসিটিভির সরঞ্জমাদি, রেজিস্টার খাতাসহ বেশ কিছু জিনিস জব্দ করা হয়। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে আইন মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

এ সময় স্থানীয় এক ব্যক্তি জানান, এ ভবন থেকে বের হয়ে যাওয়ার পেছনের দিকে আরও একটি ফটক রয়েছে। ওই দিক দিয়ে গোপনে বের হয়ে যাওয় যায়। সে তথ্য পেয়ে পেছনের দিকে গিয়ে ঘটনার সত্যতা মেলে। ততক্ষণে স্পা সেন্টারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ কাস্টমাররা পেছনের গেট দিয়ে বের হয়ে গেছেন।

এবার অভিযান পরিচালনাকারী টিম ঢুকে পড়ে স্পা সেন্টারের ভিতরে। সেখানে তারা দেখতে পান ভিতরে সিঙ্গেল সিঙ্গেল সব রুম, আর সে রুমগুলোর সঙ্গে অ্যাটাচ বাথরুম। সাজানো আছে স্পা সেন্টারের টাওয়েল, লোশনসহ অন্য সব উপকরণ। সেখানে আজকের তারিখের কাস্টমার রিসিটও পাওয়া যায়। তবে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পায়নি ডিএনসিসির অভিযান পরিচালনাকারী দল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর