বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সেতুর কারণে দুর্ঘটনা আরও বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক

সেতুর কারণে দুর্ঘটনা আরও বাড়তে পারে

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনাস্থলের কাছে সেতুর নকশার কারণে ভবিষ্যতে আরও দুর্ঘটনার আশঙ্কা করছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। গতকাল সচিবালয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌ-নিরাপত্তা সপ্তাহ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন। ওই স্থানে সেতুর পিলার দৃষ্টিপথে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সভাপতি মাহবুবউদ্দীন। নৌ-নিরাপত্তা সপ্তাহের অনুষ্ঠানে অংশ নিয়ে মাহবুবউদ্দীন বলেন, দুর্ঘটনাস্থলে সেতুর পিলার দৃষ্টিপথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই দুর্ঘটনা এড়ানো যেত যদি মাস্টার নদীর সরু চ্যানেলের কথা চিন্তা করে আগে থেকেই জাহাজটির গতি নিয়ন্ত্রণ করতেন।

নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। আমাদের কাছে অনাকাক্সিক্ষত। প্রথম যখন সংবাদ পেলাম তখন মনে হয়েছে, কালবৈশাখী ঝড়ে দুর্ঘটনা ঘটেছে। আজকে দুর্ঘটনার বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মাহবুবউদ্দীন কিছুটা আভাস দিয়েছেন। তবে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সে তদন্ত রিপোর্টের ভিত্তিতে আমাদের বক্তব্য পেশ করব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর