শনিবার, ১০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

দাম বেড়েছে মুরগির কমেছে ডিমের

নিজস্ব প্রতিবেদক

এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে বেড়েছে মুরগিসহ অন্য দ্রব্যাদির দাম। তবে দাম কমেছে ডিমের। অপরিবর্তিত রয়েছে ভোজ্যতেল, চালসহ বেশকিছু সবজির দামও। কারওয়ান বাজার, রামপুরা, খিলগাঁসহ কয়েকটি বাজারে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

রামপুরা বাজারে বাজার করতে আসা মুশফিকা ইসলাম বলেন, রোজা আসার আগেই প্রয়োজনীয় জিনিস কিনে রাখছি। বাজারে বিভিন্ন পণ্যের দাম বেড়েছে এরই মধ্যে। সবজি, মাছ, মুরগিসহ লেবুর দামও বেড়েছে। আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কঠোর হস্তে মনিটরিং করা উচিত। বিভিন্ন বাজারে সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি গাজর ৩০ টাকা, শিম ৪০ টাকা, বেগুন ৪০ থেকে ৫০ টাকা, করলা ৫০ থেকে ৬০ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা, টমেটো ২০ থেকে ৩০ টাকা, বরবটি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি পিস লাউ আকার ভেদে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়, বাঁধাকপি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। মিষ্টি কুমড়া ১৫ থেকে ২০ টাকা, চিচিঙ্গা ৪০ থেকে ৬০ টাকা, পটল ৪০ টাকা, লতি ৬০ টাকা, সজনে ৫০ থেকে ৬০ টাকা, আলু ২০ টাকা, পিঁয়াজ ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে। শসা ৩০ থেকে ৩৫ টাকা। মটরশুঁটির কেজি ৪০ থেকে ৫০ টাকা। দাম কমে এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ৮৫ টাকায়। হাঁসের ডিমের দাম কমে ডজন বিক্রি হচ্ছে এখন ১৩৫ টাকায়। দেশি মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। তবে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে মুরগির। প্রতি কেজিতে ২০ টাকা দাম বেড়ে সোনালি (কক) মুরগি ২৭০ থেকে ২৮০ টাকায় ও ব্রয়লার মুরগি ১৫৫ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ২২০ টাকায়। 

সর্বশেষ খবর