রবিবার, ১১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

বর্ষবরণের প্রস্তুতিতেও করোনার হানা

নাসিমুল হুদা, ঢাবি

বর্ষবরণের প্রস্তুতিতেও করোনার হানা

বাংলা বর্ষবরণ সামনে রেখে রাজধানীর চারুকলা ইনস্টিটিউটে মুখোশ বানানো হচ্ছে -বাংলাদেশ প্রতিদিন

পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আয়োজনের প্রস্তুতি। একদিকে চলছে বিভিন্ন প্রাণীর সুউচ্চ প্রতিকৃতি নির্মাণ, আর অন্যদিকে রংবেরঙের মুখোশ-কারুকর্মের বিকিকিনি। সবকিছু স্বাভাবিক থাকলে প্রতি বছরের মতো এ বছরও নববর্ষের আগে দৃশ্যটি এমনই হতে পারত। কিন্তু করোনার থাবা যেন উৎসবের রং ছিনিয়ে নিয়ে গেছে বাঙালির প্রাণের নববর্ষ থেকে। তাই তো চারুকলা প্রাঙ্গণে এখন পিনপিতন নীরবতা। চলমান করোনা পরিস্থিতিতে আগামী বুধবার থেকে সরকারি ‘সর্বাত্মক লকডাউনে’র ঘোষণায় এবার পয়লা বৈশাখে ‘প্রতীকী ও ভার্চুয়াল শোভাযাত্রা’ করার কথা বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে, স্বাস্থ্যবিধি মেনে মাত্র ১০০ জন নিয়ে এ বছরের মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। তবে এ নিয়ে বাড়তি কোনো প্রস্তুতি দেখা যায়নি চারুকলা প্রাঙ্গণে। লকডাউন পরিস্থিতির মধ্যে বাংলা নববর্ষ উদযাপনের বিষয়ে ‘অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া’র কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। গতকাল তিনি বলেন, রাস্তায় যে শোভাযাত্রা বের করা হতো, সেটা এবার হবে না। বরং প্রতীকী ও ভার্চুয়াল শোভাযাত্রা হবে। এটি কীভাবে করা যায়, তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ গত ২৯ মার্চ ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এক ভার্চুয়াল সভায় সীমিত আয়োজনে নববর্ষ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, শোভাযাত্রা এ বছর শুধু চারুকলাতে সীমাবদ্ধ থাকবে। এমনকি অনুষ্ঠানে সশরীরে না আসার অনুরোধ জানায় কর্তৃপক্ষ। মঙ্গল শোভাযাত্রা ঘরে বসে উপভোগের লক্ষ্যে টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেওয়া।

বিগত বছরগুলোতে শোভাযাত্রা আয়োজনে কাজ করেছেন চারুকলার শিক্ষার্থী সংগ্রামী মোহন উচ্ছ্বাস। তিনি জানান, এ বছর করোনার কারণে অনুষদের ভিতরে সীমিত পরিসরে কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী মিলে কাজ করছেন। শুধু চারুকলার সীমানা প্রাচীরে আল্পনা আঁকা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর