সোমবার, ১২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
এ ক ন জ রে

রমজানে ভোজ্য তেলের অগ্রিম কর প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে সয়াবিন ও পাম তেলে আরোপিত অগ্রিম আয়কর (এআইটি) প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি অপরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানিতে প্রযোজ্য ৪ শতাংশ অগ্রিম করের পুরোটাই প্রত্যাহার করেছে। তবে এই সুবিধা কেবল ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো পাবে। গতকাল এনবিআর চেয়ারম্যান আবু মো. হেনা রহমাতুল মুনিম স্বাক্ষরিত আদেশে এই তথ্য উল্লেখ রয়েছে।

এনবিআর সূত্র জানায়, পবিত্র রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের নেওয়া উদ্যোগের অংশ হিসেবে এনবিআর এমন সিদ্ধান্ত নিয়েছে। আশা করা যায়, এনবিআরের নতুন সিদ্ধান্তে বাজারে ভোজ্যতেলের দাম কমবে।

সর্বশেষ খবর