বুধবার, ১৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

শেয়ারবাজারে বড় উত্থান

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে বড় উত্থান

লেনদেন বন্ধ হওয়ার ঘোষণার মধ্যে বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব সূচক বেড়েছে। দুই বাজারেই বেড়েছে  লেনদেনের পরিমাণ। এদিকে লেনদেন বন্ধের সিদ্ধান্ত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পরিবর্তন করা হয়েছে। বিএসইসির পক্ষ থেকে বলা হয়েছে ব্যাংক চালু থাকলে শেয়ারবাজারে লেনদেন চলবে।

অন্যদিকে শেয়ারবাজার লেনদেন নিয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন, বিএসইসির সিদ্ধান্ত ছিল ব্যাংক খোলা থাকলে শেয়ারবাজারে লেনদেন চলবে। এখনই একই সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। ব্যাংকিং লেনদেন অব্যাহত রাখায়  শেয়ারবাজারেও লেনদেন চলবে। দিনের বাজার পর্যালোচনায় দেখা গেছে, লেনদেনের শুরুতে শেয়ার বিক্রির বেশি চাপ ছিল। এতে বেশিরভাগ প্রতিষ্ঠানের দরপতন হয়। তবে কিছু সময় পরই চিত্র বদলে যায়। বিক্রির চাপ কমে যায়। সংশ্লিষ্টরা বলছেন,  শেয়ারবাজার চালু রাখার সিদ্ধান্ত আসায় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছিল না। এতে বাজার ঘুরে দাঁড়ায়। যদিও আগের দিনও উত্থান হয় শেয়ারবাজারে। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৫৮ পয়েন্টে উঠে এসেছে। বাজারটিতে দিনভর  লেনদেনে অংশ নেওয়া ২২৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দামবৃদ্ধির তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৬৩টির। আর ৫৬টির দাম অপরিবর্তিত রয়েছে। মূল্যসূচকের উত্থানের সঙ্গে ডিএসইতে লেনদেনের পরিমাণও আগের দিনের তুলনায় বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৫১১ কোটি ৯৩ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৪৯৪ কোটি ৩১ লাখ টাকা।  টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে  বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ৪০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বিডি ফাইন্যান্সের ২৪ কোটি ৫৮ লাখ টাকার   শেয়ার লেনদেন হয়েছে। ২২ কোটি ৭৫ লাখ টাকার  শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে রবি। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৮৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৬৩ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬২টির এবং ২৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর