শনিবার, ১৭ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

পশ্চিমাঞ্চল রেলে প্রতিদিন চলছে দুটি পার্সেল ট্রেন

পণ্য সাশ্রয়ী খরচে পৌঁছে দিতে এই উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় বুধবার থেকে প্রতিদিন দুটি করে পার্সেল ট্রেন চলাচল করছে। কঠোর নিষেধাজ্ঞার লকডাউনে যেন কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সাশ্রয়ী খরচে ভোক্তার কাছে পৌঁছে দিতে পারে সেজন্য এই প্রদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দীন। তিনি আরও জানান, প্রথম পার্সেল ট্রেনটি খুলনা থেকে বিকাল পৌনে ৫ টায় ছেড়ে ভোর সাড়ে ৫টায় চিলাহাটি স্টেশনে পৌঁছবে। ট্রেনটি যশোর, কোটচাঁদপুর, সবদারপুর, চুয়াডাঙ্গা, নাটোর, আক্কেলপুর, জয়পুরহাটসহ মোট ২৪টি স্টেশনে থামবে। চিলাহাটি থেকে খুলনা আসতে ট্রেনটি ২৮টি স্টেশনে থামবে। শনি, সোম ও বুধবার খুলনা থেকে এবং রবি, মঙ্গল ও বৃহস্পতিবার চিলাহাটি থেকে ট্রেনটি ছাড়বে। খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনটির দুটি কোচ ঢাকাগামী পণ্যের জন্য নির্ধারিত থাকবে। এই কোচ দুটি ঈশ্বরদী স্টেশনে কেটে রাখা হবে। পরে পঞ্চগড় থেকে ঢাকাগামী ট্রেনে সংযুক্ত হয়ে ঢাকা চলে যাবে। ফলে খুলনা থেকে ঢাকা রুটে সরাসরি কোনো পার্সেল ট্রেন চলাচল না করলেও যশোর-চুয়াডাঙ্গার মানুষ ঢাকায় পণ্য পাঠাতে পারবেন। যদি কৃষকের পণ্যের সরবরাহ পর্যাপ্ত থাকে, তবে টাইম টেবিলে ওই স্টেশনের বাইরেও ট্রেনের স্টপেজ দেওয়ার কথা বলা হয়েছে। দ্বিতীয় পণ্যবাহী স্পেশাল ট্রেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে দুপুর ১টায় ছেড়ে রাত ৩টায় ঢাকায় পৌঁছাবে এবং ঢাকা থেকে ভোর ৬টায় ছেড়ে রাত সাড়ে ৮টায় পঞ্চগড় পৌঁছাবে। ট্রেনটি আপ এবং ডাউন উভয় পথে ২১টি স্টেশনে থামবে। সপ্তাহে শনি, সোম ও বুধবার পঞ্চগড় থেকে এবং রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ঢাকা থেকে ট্রেনটি চলাচল করবে। 

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন জানান, লকডাউন পরিস্থিতির মধ্যে যেন কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সাশ্রয়ী খরচে ভোক্তার কাছে পৌঁছে দিতে পারে সেজন্য বাংলাদেশ রেলওয়ে গত বছরের মতো এবারও পার্সেল স্পেশাল ট্রেন চালু করল। গত বছর পার্সেল স্পেশাল ট্রেন ও ম্যাংগো স্পেশাল ট্রেন মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর