শনিবার, ১৭ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

আলাদা সিঁড়ি না থাকায় চালু হয়নি করোনা ইউনিট

নিজস্ব প্রতিবেদক, খুলনা

করোনা রোগীর চাপ সামলাতে ২০২০ সালের জুনে খুলনা জেনারেল হাসপাতালে (সদর হাসপাতাল) আলাদা করোনা ইউনিট চালুর সিদ্ধান্ত নেয় স্বাস্থ্যবিভাগ। গত ১০ মাসে সেখানে জেলা সিভিল সার্জন অফিসের তত্ত্বাবধায়নে ৪২টি শয্যা প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া করোনায় মুমূর্ষু রোগীর প্রয়োজনে ব্যয়বহুল লিকুইড অক্সিজেন প্ল্যান্টও স্থাপন করা হয়। কিন্তু হাসপাতালে চতুর্থ তলায় ইউনিটটিতে যেতে আলাদা সিঁড়িপথ না থাকায় চিকিৎসাধীন অন্য রোগীদের সংক্রমণের ভয়ে তা চালু করা যাচ্ছে না।  খুলনা জেলা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, হাসপাতালের বাকি তিনতলায় শিশু ওয়ার্ড, লেবার ওয়ার্ড ও ফিমেল মেডিসিন ইউনিটে রোগী ভর্তি রয়েছে। কিন্তু চতুর্থ তলায় করোনা ইউনিটে যেতে আলাদা সিঁড়িপথ না থাকায় একই সিঁড়ি দিয়ে কোভিড-ননকোভিড রোগী ও স্বজনরা চলাফেরা করলে সবার সংক্রমণের আশঙ্কা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর