রবিবার, ১৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

বিলের জন্য কঠোর বিদ্যুৎ বিভাগ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

দেশে চলমান করোনা পরিস্থিতিতে এমনিতেই নিম্ন আয়ের মানুষের ত্রাহি অবস্থা। তার ওপর ‘মড়ার উপর খাঁড়ার ঘা’র মতো গ্রাহকদের বিল দিতে চাপ সৃষ্টি করছে বিদ্যুৎ বিভাগ। নগরীতে মাইকিং করে বিল পরিশোধের জন্য তাগাদা দেওয়া হচ্ছে গ্রাহকদের। লকডাউনের এই দুঃসময়ে বিলের জন্য চাপ সৃষ্টি করায় গ্রাহকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। গত শুক্রবার রাত থেকে নগরীতে মাইকিং শুরু করে বিদ্যুৎ বিভাগ। লকডাউনে ব্যাংকিং কার্যক্রম সীমিত থাকায় বিদ্যুৎ বিল যথাসময়ে মোবাইল অপারেটর গ্রামীণফোন, রবি কিংবা বিকাশের মাধ্যমে পরিশোধের নির্দেশ দেওয়া হয়।

তবে বিষয়টিকে ‘কেন্দ্রীয় সিদ্ধান্ত’ বলে দাবি করছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সিলেট।

নির্ধারিত সময়েই বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে উল্লেখ করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদির বলেন, ‘কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বিল পরিশোধের জন্য মাইকিং করা হচ্ছে। গ্রাহকরা যাতে সহজে বিল পরিশোধ করতে পারেন সেজন্য মোবাইল অপারেটর রবি, গ্রামীণফোন এবং বিকাশের মাধ্যমে বিল পরিশোধের অনুরোধ জানানো হচ্ছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর