রবিবার, ১৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

রাজশাহী ও বরিশালে করোনা উপসর্গে আটজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও বরিশাল

রাজশাহী মেডিকেলে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা শনাক্ত তিনজন এবং উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যুর বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস। তিনি জানান, শুক্রবার রাতে যে ৬ জন মারা গেছেন তাদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। শুক্রবার পর্যন্ত হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ১২৩ জন ভর্তি আছেন। এদের মধ্যে করোনা শনাক্ত রোগী চিকিৎসা নিচ্ছেন ৬১ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৬২ জন। হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন ৭ জন রোগী। এদিকে, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে পাঁচ রোগীর মৃত্যু হয়েছে। আইসিইউর সব শয্যা রোগীতে পরিপূর্ণ। আরও অনেক রোগী আছেন যাদের আইসিইউ সেবা প্রয়োজন। কিন্তু শয্যা খালি না থাকায় সেবা পাচ্ছেন না তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর