সোমবার, ১৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

কৃষক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭২ সালের ১৯ এপ্রিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি গঠন করেছিলেন। করোনা মহামারীর কারণে এবার স্বাস্থ্যবিধি মেনে মানবিক কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে। এ উপলক্ষে সকালে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং সাড়ে ১০টায় সেখানে মাস্ক বিতরণ, কেন্দ্রীয়ভাবে পোস্টার ও ফেস্টুন লাগানো হবে।

উল্লেখ্য, প্রতিষ্ঠার পরে বঙ্গবন্ধু কৃষক নেতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতকে কৃষক লীগের কমিটি গঠনের দায়িত্ব দেন। বঙ্গবন্ধুর দিকনির্দেশনায় ব্যারিস্টার বাদল রশিদ সভাপতি ও আব্দুর রউফকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠিত হয়। এরপর থেকে সংগঠনটি কৃষি ও কৃষকের কল্যাণে কাজ করে আসছে। ১৯৮১ সালের শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনের পর কৃষি ও কৃষকের কল্যাণে আবারো কৃষক লীগকে পুনর্গঠন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর