সোমবার, ১৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মো. বাবলু (৩২) নামে এক যুবক খুন হয়েছেন। শনিবার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। নিহতের ভগ্নিপতি শফিকুল ইসলাম জানান, বাবলু পেশায় স্টিলের আসবাবপত্র তৈরির কারিগর ছিলেন। তার একটি কারখানা ছিল। বছরখানেক আগে তার বাবা-মা মারা যান। এছাড়া করোনার কারণে ব্যবসা ভালো না থাকায় কারখানাটি ছেড়ে দিয়ে ছুটা কাজ করতেন। শনিবার রাতে বাবলু ও তার সহকর্মী কামাল কাজলায় আমাদের বাসা থেকে রিকশায় তার বাসায় যাচ্ছিলেন। রিকশাটি শহিদ ফারুক সড়কের মনা টাওয়ারের সামনে গেলে এলাকার চিহ্নিত চাঁদাবাজ সন্ত্রাসীরা তাদের রিকশার গতিরোধ করে বাবলুকে ছুরিকাঘাত করে। এ সময় আশপাশের লোকজন এসে রতনসহ আরও একজনকে ধরে ফেলে। বাকিরা পালিয়ে যায়। তাদের পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয়রা। আহত বাবলুকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত আড়াইটার দিকে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। দক্ষিণ যাত্রাবাড়ীর বাসিন্দা বাবলু তিন ভাই ও দুই বোনের মধ্যে বড় ছিলেন।

ডিএমপির ডেমরা জোনের এডিসি দীন মোহাম্মদ বলেন, স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে এ খুনের ঘটনা। বাবলু খুনের ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়েছে। ইতিমধ্যে এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর