মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
টু ক রো খ ব র

ন্যাশনাল ব্যাংক সম্পর্কে মনগড়া তথ্য প্রচার না করার আহবান

ন্যাশনাল ব্যাংক লিমিটেড তার সম্পর্কে উদ্দেশ্যমূলক ও মনগড়া তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছে। কয়েকটি পত্রিকায় প্রকাশিত ‘সিকদার পরিবারে গৃহবিবাদ’ বিষয়ক সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে ব্যাংকটি বলেছে, প্রকাশিত সংবাদটি উদ্দেশ্যমূলক, মনগড়া এবং বাস্তবতা বিবর্জিত; এটা ব্যাংক, শেয়ারহোল্ডার এবং সিকদার পরিবারের সুনাম ক্ষুণ্ন করার একটি অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়। আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন সূচকে ন্যাশনাল ব্যাংকের সাফল্য শেয়ারহোল্ডারদের জন্য বেশ ইতিবাচক। প্রতিবাদলিপিতে বলা হয়, সিকদার পরিবার আজীবন একত্রে ছিল এবং এখনো পারস্পরিক আস্থা ও ভালোবাসা নিয়ে একটি সুখী, দায়িত্বশীল এবং পরোপকারী পরিবার হিসেবে সমাজ ও দেশ-বিদেশে ব্যাপকভাবে সম্মানিত এবং প্রশংসিত। কোনো কুচক্রীমহলের প্ররোচনায় পারিবারিক শান্তি বিনষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। ৩৯ বছর ধরে দেশ, জাতি এবং গ্রাহকদের  সেবায় নিয়োজিত। ২০১৯-২০ করবর্ষে সর্বোচ্চ করদাতা চারটি ব্যাংকের মধ্যে সম্পূর্ণ দেশীয়         মালিকানায় প্রতিষ্ঠিত ন্যাশনাল ব্যাংক সেরা করদাতার সম্মাননায় ভূষিত হয়েছে। দেশের অবকাঠামোগত উন্নয়নে ন্যাশনাল ব্যাংকের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশের কোনো সুযোগ নেই। উদ্দেশ্যমূলক, বিভ্রান্তিকর এবং উপাত্তহীন প্রচারণায় বিন্দুমাত্র বিচলিত ও বিভ্রান্ত না হয়ে আগামীর দিনগুলোতে ন্যাশনাল ব্যাংক পরিবারের প্রতি পূর্ণ আস্থা ও সহযোগিতা বজায় রাখার জন্য শেয়ার হোল্ডার ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর