মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ছেলেকে দেখার প্রতীক্ষায় নিখোঁজ ইলিয়াসের মা

সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ (সিলেট)

‘ইলিয়াস নিখোঁজের ৯ বছর পেরিয়ে গেল। এখনো তার সন্ধান দিতে পারেনি কেউ। এত দিনে টেলিফোনেও যদি ছেলের মুখের একটি কথা শুনতে পেতাম, তবুও না হয় আমার ভিতরের আগুন কিছুটা প্রশমিত হতো। বুকের ভিতর দাউদাউ করে যে আগুন জ্বলছে, আল্লাহ ছাড়া তা  বোঝার সাধ্য কি কারও আছে? আমার যন্ত্রণা আমিই বুঝি। মাঝে-মধ্যে মনে হয়, ছেলের সন্ধান যেহেতু পাচ্ছি না, তখন বেঁচে থেকেই বা কী লাভ। আবার ভাবী, না বাঁচলে তাকে দেখব কী করে? এত কষ্ট করে সন্তান লালন-পালন করেছি, জীবদ্দশায় তাকে না দেখে মরতে চাই না আমি। দুনিয়ার মানুষের কাছে চেয়ে কী হবে? কেবল আল্লাহর দরবারে রোজ ফরিয়াদ জানাই, ‘আমার ছেলেকে দেখব কি দেখব না? পাব কি পাব না? তুমিই বলে দাও মাবুদ।’ গত রবিবার বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর নিজ গ্রাম বিশ্বনাথের রামধানায় গেলে বাংলাদেশ প্রতিদিনকে এসব কথা বলেন তার মা সূর্যবান বিবি (৭২)।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর