বুধবার, ২১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ঋণ শোধে আবারও ছাড় আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের

নিজস্ব প্রতিবেদক

ব্যাংক-বহিভর্‚ত আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের ঋণ পরিশোধে আবার ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মার্চে শেষ হওয়া ঋণের কিস্তি পরিশোধের সময়সীমা জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময় গ্রাহককে খেলাপি করা যাবে না। আবার কোনো ধরনের অতিরিক্ত মাশুল, সুদ বা কমিশন আদায় করা যাবে না। এর আগে গত বছর আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের একই সুবিধা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে গত ডিসেম্বরই তার মেয়াদ শেষ হয়ে যায়। গতকাল বাংলাদেশ ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব বিবেচনায় আর্থিক প্রতিষ্ঠানের ঋণ/লিজ/অগ্রিমের শ্রেণিকরণের বিষয়ে ইতিপূর্বে কিছু শিথিলতা আনা হয়েছিল।

এখন একই কারণে যেসব গ্রাহক সাময়িকভাবে কিস্তি পরিশোধে সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের বিষয়ে নতুন সিদ্ধান্ত হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর