বুধবার, ২১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সিলেটে লকডাউনে মাদক সেবনে ‘হোম সার্ভিস’

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

লকডাউনে রাস্তায় কঠোর পুলিশ। প্রয়োজন ছাড়া বের হলেই পড়তে হচ্ছে পুলিশি জেরার মুখে। এই অবস্থায় ‘বিপাকে’ পড়েছেন মাদকসেবীরা। আগের নির্ধারিত আসরে গিয়ে সেবন করতে পারছেন না মাদক। কিন্তু লকডাউন আর পুলিশের কঠোরতাও দমাতে পারছে না মাদকসেবীদের। ‘বিকল্প ব্যবস্থা’ হিসেবে মাদক বিক্রেতারা নিয়ে এসেছে ‘হোম সার্ভিস’। কয়েকজন মাদকসেবী এক জায়গায় জড়ো হয়ে ফোনে অর্ডার দিলেই  পৌঁছে দেওয়া হচ্ছে মাদক। অনেক কারবারি আবার নিজের বাসা-বাড়িতে মাদক সেবনের ব্যবস্থা করে দিচ্ছেন ক্রেতাদের। গত দুই দিনে পুলিশের অভিযানে সন্ধান মিলেছে এ রকম ‘হোম সার্ভিসে’র। পুলিশ বলছে, মাদক বিক্রয় ও সেবনের যতই কৌশল পাল্টানো হোক না কেন, এর সঙ্গে জড়িতরা কোনোভাবেই পার পাবে না। গত সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে সিলেট নগরীর আম্বরখানা বড় বাজার এলাকার ৯৪ নম্বর বাসায় অভিযান চালায় বিমানবন্দর থানা পুলিশ। এ সময় ২১ পিস ইয়াবাসহ ওই বাসার বাসিন্দা শেখ মোনায়েম আহমেদ মুনেমকে আটক করা হয়। গতকাল মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। লকডাউন শুরুর পর থেকে মোনায়েমের বাসায় মাদকসেবীরা আসর বসাত বলে সন্ধান পেয়েছে পুলিশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর