বুধবার, ২১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

রিমান্ড শেষে মাদানী ফের কারাগারে

গাজীপুর প্রতিনিধি

রফিকুল ইসলাম মাদানীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড শেষে গতকাল দুপুরে ফের গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়েছে। রাষ্ট্রবিরোধী, উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। গাছা থানার ওসি জানান, গত ১৩ এপ্রিল গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে সাত দিনের জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আবেদন করা হয়। আদালত মাদানীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত রবিবার তাকে কাশিমপুর কেন্দ্রীয় থেকে জিজ্ঞাসাবাদের জন্য গাছা থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ফের কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। কারাগারের জেলার জানান, মাদানীকে জিজ্ঞাসাবাদ শেষে ফের  কারাগারে নিয়ে আসে পুলিশ।

এর আগে গত ৭ এপ্রিল রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা থেকে তাকে আটক করে র‌্যাব। পরদিন র‌্যাব-১ ডিএডি মোহাম্মদ খালেক বাদী হয়ে গাছা থানায় রফিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছিলেন। এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনে বাসন থানায়ও একটি মামলা দায়ের করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর