বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

লকডাউন : সকালে কড়াকড়ি বিকালে ঢিলেঢালা

প্রতিদিন ডেস্ক

সকালে কড়াকড়ি থাকলেও বিভাগীয় শহরের লকডাউন বিকালে হয়ে যায় ঢিলেঢালা। মাঝে মধ্যে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত কিছু অভিযান চালালেও তাতে কাজের কাজ কিছু হচ্ছে না। সাধারণ মানুষ নানা অজুহাতে নেমে আসছে পথে। বরিশাল : বরিশালে ঢিলেঢালাভাবে চলছে লকডাউন। রাস্তায় বেড়েছে রিকশাসহ ব্যক্তিগত যানবাহন। বেড়েছে মানুষ চলাচল। খুলেছে অনেক দোকানপাট। নগরীর ৩টি প্রবেশদ্বারে সকালের দিকে বহিরাগত প্রবেশে কড়াকড়ি করে পুলিশ। তবে বিকালে ঢিলেঢালা হয়ে যায় সব কিছু। অপরদিকে লকডাউন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ জন ব্যক্তিকে ৪ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রথম দফায় সাত দিনের কঠোর লকডাউনের মেয়াদ আরও সাত দিন বাড়ানো হয়েছে। সে হিসেবে গতকাল টানা অষ্টম দিনে বরিশালে লকডাউন চলছে ঢিলেঢালাভাবে। আগের সাত দিনের চেয়ে রাস্তায় বেড়েছে রিকশা ও ব্যক্তিগত যানবাহন চলাচল। নগরীর বিভিন্ন এলাকায় ওষুধ ও মুদি দোকান ছাড়াও অনেক দোকান খুলেছে। রাস্তায় বেড়েছে মানুষ চলাচল। পুলিশ কিংবা প্রশাসনের কাউকে দেখলেই দোকানের শাটার আটকে দিচ্ছেন দোকানিরা। রাজশাহী : রাজশাহীতে সর্বাত্মক লকডাউনের প্রভাব নেই কোথাও। পুলিশের কঠোর অবস্থানের পরও মানুষকে রাখা যাচ্ছে না ঘরবন্দী। নানা অজুহাতে বের হচ্ছেন বাইরে। বিশেষ করে কাজের সন্ধানে বের হওয়া মানুষের স্রোত ঠেকানো যাচ্ছে না কোনোভাবেই। প্রধান সড়কগুলোতে পুলিশের শক্ত অবস্থান থাকলেও গলিপথে চলছে গণপরিবহন ছাড়া সবই। হাটবাজারে নেই সর্বাত্মক লকডাউনের কোনো চিত্র।

ক্রেতা-বিক্রেতারা কেনাবেচা করলেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, যারা জরুরি প্রয়োজনে বের হয়েছেন, তাদেরই ছাড় দেওয়া হচ্ছে। অযথা বের হলে শাস্তির মুখোমুখি হতে হচ্ছে। লকডাউন সফল করতে চলছে জনসচেতনতা বাড়ানোর কাজ।

সর্বশেষ খবর