বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

কর্মহীন পরিবহন শ্রমিকদের ত্রাণ রেশনের দাবি যাত্রী কল্যাণ সমিতির

নিজস্ব প্রতিবেদক

লকডাউনে কর্মহীন, দরিদ্র ও ত্রাণবঞ্চিত অসহায় পরিবহন চালক ও শ্রমিকদের ত্রাণ ও নামমাত্র মূল্যে রেশন বিতরণের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান। বিবৃতিতে তিনি বলেন, আমাদের দেশে পরিবহন সেক্টরকে শিল্প খাত ঘোষণা করে হাজার কোটি টাকার ব্যবসা হলেও এখনো এ সেক্টর প্রাতিষ্ঠানিক খাত হিসেবে গড়ে ওঠেনি। এ সেক্টরে ৯৮ শতাংশ চালক ও শ্রমিকের নিয়োগপত্র ও সুনির্দিষ্ট বেতন নেই, ফলে তাদের বেশির ভাগই দৈনিক রোজগার করে দিনে আনে-দিনে খায় পদ্ধতিতে জীবনযাপন করে।

পরিবহনের চাকা ঘুরলে রাজপথে হুইসেল বাজিয়ে বা লাঠি নিয়ে যানবাহন আটকে যেসব মালিক-শ্রমিক সংগঠনের নামে প্রতিদিন কোটি কোটি টাকার চাঁদাবাজি হতো, তারাও আজ এসব পরিবহন শ্রমিকদের পাশে নেই। এহেন পরিস্থিতিতে অসহায় পরিবহন শ্রমিকদের জীবন বাঁচাতে তাদের মানবিক ত্রাণ সহায়তা ও নামমাত্র মূল্যে রেশন দিতে হবে।

একই সঙ্গে মালিক ও শ্রমিক সংগঠন এবং দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের অসহায় পরিবহন শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

সর্বশেষ খবর