শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সিডিএ চেয়ারম্যান দোভাষের আরও ৩ বছর সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আরও ৩ বছরের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর চেয়ারম্যানের দায়িত্ব পেলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জানে আলম দোভাষের জ্যেষ্ঠপুত্র জহিরুল আলম দোভাষ। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত এক আদেশে তাকে আবারও চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ২০০৯ সাল থেকে টানা ১০ বছর দায়িত্ব পালনকারী আবদুচ ছালামের স্থলে ২০১৯ সালের ২৪ এপ্রিল দোভাষ সিডিএ চেয়ারম্যান হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেন।

জহিরুল আলম দোভাষ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে আবারও দায়িত্ব দেওয়ার জন্য। সরকারের চলমান উন্নয়নের ধারায় এক ও অভিন্ন হয়ে সিডিএ কর্তৃপক্ষও উন্নয়নের কাজে এগিয়ে চলছে। বর্তমানে সিডিএ-এর চলমান প্রকল্পগুলোর কাজ প্রায় শেষ হয়ে আসছে। এসব প্রকল্পের কাজ শেষ হলে চট্টগ্রাম সুন্দর নগরীতে পরিণত হবে বলে জানান তিনি।

জহিরুল আলম দোভাষ বর্তমানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি। এ ছাড়াও তিনি চসিকের ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের ৪ মেয়াদে (১৯৯৪-২০১৫) কাউন্সিলর ছিলেন এবং চসিকের প্রতিনিধি হিসেবে সিডিএর বোর্ড মেম্বার হিসেবেও দায়িত্ব পালন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর