শনিবার, ২৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিতে আগ্রহ কমছে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

করোনা টিকার দ্বিতীয় ডোজ  নিতে আগ্রহ কমছে

করোনার দ্বিতীয় ডোজের টিকা নিয়ে আগ্রহ কমেছে রংপুর বিভাগে। অপরদিকে আক্রান্তের সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য বিভাগ বলছে লকডাউন ও রোজার কারণে মানুষ টিকা নিতে আগ্রহ দেখাচ্ছেন না। এদিকে সময়মতো না নিলে ৩ লাখের মতো মানুষ দ্বিতীয় ডোজের টিকা থেকে বঞ্চিত হবে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্রে জানা গেছে, রংপুর বিভাগে এ পর্যন্ত করোনার টিকা নিয়েছেন ৭ লাখ ৭৬ হাজার ২৩২ জন। এর মধ্যে প্রথম ডোজের টিকা নেন ৫ লাখ ৯৪ হাজার ৯০৫ জন। দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন মাত্র ১ লাখ ৮১ হাজার ৩২৭ জন। গত ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজের টিকা প্রদান শুরু হলে প্রথমদিকে টিকা গ্রহণকারীর সংখ্যা অনেক বেশি ছিল। কিন্তু গত কয়েক দিন ধরে টিকা গ্রহীতার সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে। যেখানে প্রতিদিন কয়েক হাজার মানুষ টিকা নিতেন, সেখানে গত কয়েক দিন থেকে মাত্র কয়েশ জন টিকা নিয়েছেন। প্রতিদিন টিকা গ্রহণকারীর সংখ্যা কমছে। এদিকে রংপুর বিভাগে এ পর্যন্ত টিকা এসেছে ৯ লাখ। প্রথম ডোজ টিকা দিয়েছেন প্রায় ৬ লাখ। এদের সবাই যদি দ্বিতীয় ডোজের টিকা নিতে হলে প্রায় ১২ লাখ টিকা প্রয়োজন। প্রথম ডোজের পরিসংখ্যান অনুযায়ী এখনো ৩ লাখ টিকা কম রয়েছে। এই টিকা কবে নাগাদ আসবে তার কোনো নিশ্চয়তা নেই। তবে স্বাস্থ্য বিভাগ মনে করছে, যথাসময়ে টিকা চলে আসবে এবং টিকা গ্রহীতার সংখ্যাও বাড়বে। অপরদিকে রংপুর বিভাগের প্রথম ও দ্বিতীয় ডোজে ৭ লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হলেও পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে মাত্র ৮২ জনের। গত ২৪ ঘণ্টায় ৩৭৬ জনের দেহে নমুনা পরীক্ষা করে ৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ১ লাখ ২২ হাজার ৮৮৫ জনের দেহে নমুনা পরীক্ষা করে ১৭ হাজার ৬১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে মৃত্যুবরণ করেছেন ২ জন। মোট মৃত্যুর সংখ্যা ৩৩৮ জনে দাঁড়াল। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আহাদ আলী বলেন, লকডাউন ও রোজার কারণে টিকা গ্রহীতার সংখ্যা কিছুটা কমেছে। প্রথম ডোজের টিকা গ্রহণকারী সংখ্যা হিসেবে দ্বিতীয় ডোজের টিকা কিছুটা কম রয়েছে।

 তবে সময়মতো চাহিদা অনুযায়ী টিকা চলে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর