শনিবার, ২৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

বোরো তুলতে পারলে খাদ্য সংকট হবে না

হবিগঞ্জ প্রতিনিধি

বোরো তুলতে পারলে খাদ্য সংকট হবে না

সারা দেশের বোরো ধান সফলভাবে ঘরে তুলতে পারলে করোনাকালেও দেশে খাদ্য নিয়ে কোনো সংকট হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। গতকাল হবিগঞ্জের বানিয়াচংয়ের যাত্রাপাশা গ্রামের হাওরে নিজে ধান কেটে বোরো ধান কাটার উদ্বোধন করে তিনি এ কথা জানান। এবার লক্ষ্যমাত্রার চেয়েও বোরোর আবাদ বেশি হয়েছে জানিয়ে কৃষিমন্ত্রী ড. রাজ্জাক বলেন,  এ বছর বৃষ্টিপাত কিছুটা কম হয়েছে, তারপরও ভালো ফলন হবে। কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবং হাওরসহ সারা দেশের বোরো ধান সফলভাবে ঘরে তুলতে পারলে দেশে খাদ্য নিয়ে সংকট থাকবে না। দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। হাওরে উৎপাদন বাড়াতে সরকারের নেওয়া নানামুখী কর্মসূচি নিয়েছে জানিয়ে তিনি বলেন, হাওরের বিশাল জমিতে বছরে মাত্র একটি ফসল বোরো ধান হয়। এ ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে কৃষককে উন্নত জাতের হাইব্রিড ধান দেওয়া হবে। কৃষিমন্ত্রী বলেন, কৃষক যাতে ন্যায্যমূল্য পায় সেজন্য কাজ করছে সরকার। এবার কৃষকের খরচ বাদ দিয়ে যাতে লাভ থাকে, সেভাবেই মূল্য নির্ধারণ করা হচ্ছে। ১ হাজার টাকার নিচে দাম হবে না। এবার ১৪ লাখ ধান ও চাল সংগ্রহ করা হবে বলে জানান কৃষিমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহির এমপি, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম, কৃষি সম্প্রচার অধিদফতরের মহাপরিচালক আসাদুল্লাহ, হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিম, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর