শনিবার, ২৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

টিকার একাধিক উৎসে যুক্ত হওয়া জরুরি

নিজস্ব প্রতিবেদক

টিকার একাধিক উৎসে যুক্ত হওয়া জরুরি

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোয় করোনাভাইরাসের টিকা দ্রুত সরবরাহ করার কূটনীতিতে একাধিক উৎসে যুক্ত হওয়া বাংলাদেশের জন্য জরুরি। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। জেএসডি সভাপতি বলেন, পররাষ্ট্রমন্ত্রীর এক বক্তব্যে জানা যায় বাংলাদেশ জরুরি প্রয়োজনে করোনাভাইরাসের টিকা পেতে চীনের উদ্যোগে নতুন প্ল্যাটফরমে যুক্ত হচ্ছে। ‘ইমারজেন্সি কভিড ভ্যাকসিন স্টোরেজ ফ্যাসিলিটি ফর সাউথ এশিয়া’ নামের এ প্ল্যাটফরমের চীন, বাংলাদেশ ছাড়া বাকি চারটি দেশ হচ্ছে আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। এ ছাড়া নিজেরা টিকা তৈরির জন্য রাশিয়ার সহায়তাও নিচ্ছে বাংলাদেশ। উপরন্তু টিকা সংগ্রহের জন্য বাংলাদেশ সব দেশের সঙ্গে যোগাযোগ রাখবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর