শনিবার, ২৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

যুব অধিকার পরিষদের আহ্বায়কের বাড়িতে হামলা আগুন লুট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়কের বাড়িতে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বলে অভিযোগ উঠেছে। হামলায় দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার সিঙ্গারবিলের কবলাছড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন মাসুদ হোসাইন (৩১) ও মহসিন হোসাইন (২৮)। তারা বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মো. আতাউল্লাহর বড় ভাই। আতাউল্লাহর পরিবার ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে ১৪-১৫টি মোটরসাইকেলে ২৫ থেকে ৩০ উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মী ককটেল, বন্দুক, হকিস্টিক ও লাটিসোঁটা নিয়ে কবলাছড়া গ্রামে আতাউল্লাহর বাড়িতে হামলা চালায়।

হামলার নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুব হোসাইন। ছাত্রলীগ নেতা-কর্মীরা আতাউল্লাহর বাড়ির দুটি ঘরের লেপ-তোশকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন ও আসবাব ভাঙচুর করেন। এ সময় তারা আতাউল্লাহর দুই ভাকে মারধর করেন। তবে ঘটনার সময় আতাউল্লাহ বাড়িতে ছিলেন না।

আতাউল্লাহ বলেন, ‘বৃহস্পতিবার রাতে ছাত্রলীগ সভাপতি মাহবুবের নেতৃত্বে ১৪-১৫টি মোটরসাইকেলে অন্তত ২৫-৩০ জন ছাত্রলীগের অস্ত্রধারী নেতা-কর্মী আমার বাড়িতে হামলা চালান। তারা আমার দুই ভাইকে মারধর করেন ও বোনকে আটকে রাখেন। তারা পেট্রোল ঢেলে আমার বাড়ির দুটি ঘরের লেপ-তোশক ও কাপড়ে আগুন ধরিয়ে দেন। যাওয়ার সময় ঘরের চারটি মুঠোফোন ও নগদ টাকা লুটে নেন। তারা আতঙ্ক সৃষ্টি করতে বাড়ির চারপাশে ককটেল বিস্ফোরণ ঘটান।’

বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম মাহবুব হোসাইন বলেন, ‘সকালে ফেসবুকের মাধ্যমে ঘটনা জানতে পারি। এ বিষয়ে আমি কিছুই জানি না। তার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। উপজেলায় আতাউল্লাহ নামে জামায়াত-শিবিরের এক নেতা থাকেন বলে শুনেছি।’

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘রাতে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘরের এক কোণে তোশক পোড়া দেখতে পেয়েছে পুলিশ। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর