রবিবার, ২৫ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

খুলনায় হাসপাতালে ভোগান্তিতে কিডনি রোগীরা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

এবার ডায়ালাইসিস বিভাগে পানির মোটর নষ্ট হওয়ায় খুলনা আবু নাসের হাসপাতালে বন্ধ হয়ে গেছে কিডনি রোগীর ডায়ালাইসিস। এতে ভোগান্তিতে পড়েছে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা। জানা যায়, গতকাল সকালে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মোটর হঠাৎ পুড়ে যাওয়ায় ডায়ালাইসিস কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর আগে ১৮ মার্চ একই ইউনিটে পানির ফিল্টার নষ্ট হয়ে গেলে টানা সাতদিন ডায়ালাইসিস বন্ধ ছিল।

জানা যায়, আবু নাসের হাসপাতালে প্রতিদিন গড়ে ৯০ থেকে ১০০ কিডনি রোগীর ডায়ালাইসিস করা হয়। সরকারি ব্যবস্থাপনায় এখানে ছয় মাস মেয়াদি প্যাকেজে ২০ হাজার টাকায় একজন রোগী সপ্তাহে দুই দিন ডায়ালাইসিস করে থাকেন। এ ছাড়া বহির্বিভাগে রোগীদের জন্য সাড়ে চারশ’ থেকে পাঁচশ’ টাকায় ডায়ালাইসিসের ব্যবস্থা রয়েছে। হাসপাতালের পরিচালক ড. মুন্সি রেজা সেকেন্দার জানান, পানির   মোটর পুড়ে যাওয়ায় ডায়ালাইসিস বন্ধ রয়েছে। তবে দ্রুত তা মেরামতের ব্যবস্থা করা হচ্ছে। মোটরের কয়েল পাল্টে চালানোর ব্যবস্থা করা হয়েছিল কিন্তু কাজ না হওয়ায় নতুন মোটর স্থাপন করা হচ্ছে।

সর্বশেষ খবর