মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

খুলনায় নগরজুড়ে সুপেয় পানির তীব্র সংকট

নিজস্ব প্রতিবেদক, খুলনা

গ্রীষ্মের শুরু থেকেই খুলনা মহানগরীর বেশির ভাগ নলকূপে পানি উঠছে না। এতে নগরজুড়ে দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। নগরীর বয়রা সিএন্ডবি কলোনি, সোনাডাঙ্গা, নবীনগর, শেখপাড়া মুন্সিপাড়াসহ বিভিন্ন স্থানে পানির সংকট দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে। খুলনা ওয়াসার তথ্য মতে, চলতি মৌসুমে খুলনায় পানির স্তর নেমে গেছে প্রায় ৩৫ ফুট। এতে বেশির ভাগ নলকূপে উঠছে না পানি। ফলে দীর্ঘপথ পাড়ি দিয়ে খাওয়ার পানি সংগ্রহ করতে হচ্ছে নগরবাসীকে। নবীনগর এলাকার বাসিন্দা মো. সিরাজুল ইসলাম জানান, নলকূপ ঘণ্টার পর ঘণ্টা চেপেও এক কলস খাওয়ার পানি মিলছে না। পানি নিয়ে সীমাহীন কষ্টে আছি। রাতে বা ভোরের দিকে সামান্য পানি ওঠে। ভুক্তভোগীরা জানান, বাসাবাড়িতে খাবার পানি নেই, রান্নার পানি, গোসলের পানি নেই। ওয়াসার পানি নিত্যপ্রয়োজনীয় কাজে ব্যবহার করা গেলেও এ পানি পান করা যায় না। প্রতিবেশীদের বাড়ির সাবমার্সিবল পাম্প থেকে পানি আনতে হচ্ছে। কিন্তু সাবমার্সিবল পাম্পে পানি উঠাতে বিদ্যুৎ ব্যবহার করতে হওয়ায় অনেকে পানি দিতে চান না। জানা যায়, নলকূপের পানির বিকল্প হিসেবে খুলনা ওয়াসা পানি সরবরাহ করছে। কিন্তু নগরীতে দিনে ২৪ কোটি লিটার পানির চাহিদা থাকলেও তারা মাত্র ১১ কোটি লিটার পানি পরিশোধন করে পাইপলাইনে সরবরাহ করছে। খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ জানান, ওয়াসার যারা গ্রাহক তাদের পানির সমস্যা হচ্ছে না। কিন্তু যারা নলকূপের পানির ওপর নির্ভরশীল পানির স্তর নিচে নেমে যাওয়ায় তারা বিপাকে পড়েছেন। তিনি বলেন, ওয়াসার পানি পানযোগ্য। কিন্তু সরবরাহ লাইনের মাঝে মধ্যে ত্রুটি ও গ্রাহকের পানির সংরক্ষণ ট্যাংক পরিচ্ছন্ন না থাকায় সুপেয় পানি থেকে বঞ্চিত হচ্ছে গ্রাহকরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর