মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

বরিশালে ডায়রিয়া রোগীদের স্যালাইন দিল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ডায়রিয়া আক্রান্তদের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী। এর অংশ হিসেবে বরিশাল সিভিল সার্জনের হাতে ১ হাজার আইভি স্যালাইন তুলে দিয়েছেন তারা। গতকাল সকাল সাড়ে দশটায় বরিশালের সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেনের হাতে স্যালাইন তুলে দেন বরিশালের শেখ হাসিনা সেনানিবাসের পক্ষে ক্যাপ্টেন মো. সৈকত। এই সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের ৬ ব্রিগেডের ৪১ বির এই স্যালাইনগুলো প্রদান করেছে। এর আগে শেখ হাসিনা সেনা নিবাসের পক্ষ থেকে বরিশালের বাবুগঞ্জ ও মেহেন্দীগঞ্জ উপজেলায় ডায়রিয়া রোগীদের জন্য আরও ২ হাজার আইভি স্যালাইন প্রদান করে সেনাবাহিনী। বরিশালের সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন জানান, সম্প্রতি বরিশালসহ উপকূলীয় এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় আইভি স্যালাইনের সংকট সৃষ্টি হয়েছে। জনসাধারণের চিকিৎসা সহায়তার অংশ হিসেবে সেনাবাহিনীর পক্ষ থেকে গতকাল ১ হাজার আইভি স্যালাইন সিভিল সার্জনের হাতে তুলে দেওয়া হয়েছে। এ ছাড়া অন্যান্য উপজেলায়ও ডায়রিয়া রোগীদের সহায়তা করে সেনাবাহিনী।

সর্বশেষ খবর