বুধবার, ২৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

পুরান ঢাকায় আগুনের ঘটনায় দুজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার আরমানিটোলায় হাজী মুসা ম্যানশনে আগুনের ঘটনায় বংশাল থানায় করা মামলায় গ্রেফতার কেমিক্যাল দোকানের মালিক মোস্তাফিজুর রহমানসহ দুজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অপর আসামি হলেন মোহাম্মদ মোস্তফা। গতকাল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান নোমানের আদালত এ আদেশ দেয়। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বংশাল থানার পরিদর্শক মীর রেজাউল ইসলাম আসামিদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবী তৌফিকুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৩ এপ্রিল রাতে অবহেলাজনিত মৃত্যু এবং অবৈধভাবে রাসায়নিক দ্রব্য রাখার দায়ে ভবন মালিক ও গোডাউন মালিকসহ আটজনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে বংশাল থানায় মামলাটি করে।

এছাড়াও মামলায় আরও অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।

সর্বশেষ খবর