বুধবার, ২৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ই-কমার্সের প্রসারে ন্যাশনাল টাস্কফোর্স গঠন করা হবে

কালের কণ্ঠ ও দারাজের ভার্চুয়াল গোলটেবিল বৈঠকে সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক

ই-কমার্স খাতের প্রসারে সহায়তা দিতে একটি ন্যাশনাল টাস্কফোর্স গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও দেশের অন্যতম শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। তিনি বলেছেন, ‘এ খাতে কর ও লজিস্টিক নিয়ে যেসব সমস্যা রয়েছে তা সমাধানে ন্যাশনাল টাস্কফোর্স গঠন করা প্রয়োজন। এ বিষয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেব।’

গতকাল বিকাল সাড়ে ৩টায় কালের কণ্ঠ ও দেশের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজের যৌথ আয়োজনে ‘ডিজিটাল ইকোসিস্টেমের বিকাশ : ই-কমার্সের ভূমিকা’ শীর্ষক ভার্চুয়াল গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান এসব কথা বলেন। ভার্চুয়াল বৈঠকে কালের কণ্ঠ সম্পাদক ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ইমদাদুল হক মিলনসহ এ খাতের সংগঠন ও প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। গোলটেবিল আলোচনার সঞ্চালক ছিলেন কালের কণ্ঠের বিজনেস এডিটর মাসুদ রুমী। ভার্চুয়াল বৈঠকে বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল কাদির, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবীর, গ্রামীণফোনের চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্রাটেজি অফিসার সোলাইমান আলম, ই-ক্যাবের সভাপতি শমী কায়সার, এটুআইয়ের হেড অব ই-কমার্স রেজওয়ানুল হক জামিল, দারাজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক, রিভানা অর্গানিকের প্রতিষ্ঠাতা মো. ওয়াহিদুজ্জামান, প্লানেট টিস্যু পেপার অ্যান্ড ন্যাপকিনের প্রতিষ্ঠাতা রাহাদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।

সর্বশেষ খবর