বুধবার, ২৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

লাইফ সাপোর্টে কবি হাবীবুল্লাহ সিরাজী

নিজস্ব প্রতিবেদক

লাইফ সাপোর্টে কবি হাবীবুল্লাহ সিরাজী

রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, হজম সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। বাংলা একাডেমি সূত্র জানায়, বইমেলার সময় এপ্রিলের প্রথম সপ্তাহে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁর উন্নত চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এর আগে ২৭ ফেব্রুয়ারি তাঁর হার্টে রিং পরানো হয়।

কবিতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক ও বাংলা একাডেমি পদকে ভূষিত হন। তিনি চারবার জাতীয় কবিতা পরিষদের সভাপতি ছিলেন। ফরিদপুরে জন্ম নেওয়া কবি হাবীবুল্লাহ সিরাজী ১৯৭০ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট থেকে ডিগ্রি অর্জন করেন।

সর্বশেষ খবর