বুধবার, ২৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ত্রাণ দিল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক

অগ্নিকান্ডে  ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গত ২২ মার্চ কক্সবাজারের রামুতে ভয়াবহ অগ্নিকান্ডে  তিনটি রোহিঙ্গা ক্যাম্পের ১০ হাজার ২১৭টি ঘরবাড়ি ভস্মীভূত হয়।

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত এসব নাগরিকের প্রায় দেড় হাজার পরিবারকে পবিত্র রমজান উপলক্ষে গতকাল সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ১০ কেজি চাল এবং দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী প্রদান করে। টাস্কফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

সর্বশেষ খবর