বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

লাউয়াছড়া বন পুড়েছে বনকর্মীদের অবহেলায়

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে কমলগঞ্জ উপজেলার বাগমারা এলাকার বনে আগুন লেগেছে বনকর্মীদের দায়িত্বে অবহেলার কারণে। তাই ওই তিন বনকর্মীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্র্রহণের সুপারিশ করেছে তদন্ত কমিটি। গত শনিবার দুপুরের  আগুন লেগে লাউয়াছড়া বনের  বাগমারা এলাকায় প্রায় দুই বকের বন পুরে যায়। এ ঘটনার পর পরই দুই সদস্যের একটি তদন্ত দল গঠন করে বন বিভাগ। গতকাল তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন জমা দেয় বিভাগীয় বন কর্মকর্তার নিকট। তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে আগুন লাগার ঘটনায় দায়িত্ব অবহেলার জন্য লাউয়াছড়া বনবিট কর্মকর্তা মিজানুর রহমান, বাগমারা বন ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত বন প্রহরী মোতাহার হোসেন ও সহযোগী কমিটি লাউয়াছড়া কমিউনিটি টহলদার সদস্য মো. মহসিনকে দায়ী করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর