বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

হেফাজতকে নিষিদ্ধের দাবি ইউনাইটেড পার্টির

নিজস্ব প্রতিবেদক

হেফাজতে ইসলামকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন। তিনি বলেন, সংগঠনটি যে সহিংসতা চালিয়েছে তার বিচার দেশের মাটিতে যুদ্ধাপরাধের বিচারের মতো হবে। গতকাল উত্তরায় পার্টির চেয়ারম্যানের বাসভবনে এক জরুরি সভায় এ কথা বলেন তিনি। মাওলানা ইসমাইল হোসাইন বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসায় সারা দেশে হেফাজতে ইসলামের তা-বের উসকানিদাতা হিসেবে তাদের নেতাদের গ্রেফতারের দাবিতে ইউনাইটেড ইসলামী পার্টি স্মারকলিপি, হরতালসহ বিভিন্ন কর্মসূচি দিয়েছিল। সরকার আমাদের দাবিগুলো মেনে নেওয়ায় ১৫ রমজানের সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করা হয়।

 উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব মাওলানা শাহাদাত হোসাইন, সহসভাপতি মাওলানা মোস্তফা চৌধুরী, কাজী মাওলানা শাহ মোহাম্মদ ওমর ফারুক, হাফেজ মাওলানা আবদুল আজিজ, মাওলানা আবদুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা মো. জয়নুল আবেদীন, হাফেজ মাওলানা শহিদুল ইসলাম, কারি মোহাম্মদ আবুল হোসেন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর