বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ঢাকায় ঝড়, বিভিন্ন জেলায় কালবৈশাখীর আঘাত

নিজস্ব প্রতিবেদক

টানা কয়েকদিন তীব্র দাবদাহের পর গতরাত থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে কালবৈশাখী ঝড় এবং বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদফতর বলছে, আজও টাঙ্গাইল, বগুড়া, কুমিল্লা ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। গতকাল রাত ৯ টার দিকে আবহাওয়া অধিদফতর জানায়, ঢাকায় তীব্র ঝড় হয়েছে। থেমে থেমে তীব্র গতিতে বাতাস বয়ে গেছে। সেই সঙ্গে বৃষ্টিও হয়েছে। রাত সোয়া ১১টার দিকে এই ঝড় শুরু হয়। এর আগেই বিকাল থেকে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর জেলায় কালবৈশাখী ঝড়বৃষ্টি হয়েছে। রাতে রংপুর, গাইবান্ধা জেলায় কালবৈশাখী হয়েছে। এছাড়া রাতে সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর জেলায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদফতর জানায়, আজ সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর