বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
একনজরে

নবাবগঞ্জে আগুনে পুড়ল ৯ বাস, ১৫ দোকান

নিজস্ব প্রতিবেদক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা বাসস্ট্যান্ডে অগ্নিকান্ডে সারিবদ্ধ করে রাখা এন মল্লিক পরিবহনের ৯টি বাস ও ১৫টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে প্রশাসনের কর্তাব্যক্তিরা বলছেন, স্ট্যান্ডের পাশে তেলের দোকান বা নদীপারের ময়লার স্তুপ থেকে আগুনের সূত্রপাত। অন্যদিকে বাস মালিকের দাবি পরিকল্পনা করেই এ ঘটনা ঘটানো হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার বান্দুরা বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিকান্ডের সূত্রপাত বলে জানান নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ। প্রথমে দোহার থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে, এরপর কেরানীগঞ্জ ও শ্রীনগর থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে পুড়ে যায় এন মল্লিক পরিবহনের ৯টি বাস ও ছোট-বড় মিলিয়ে ১৫টি দোকান। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ন কবির বলেন, ‘স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসস্ট্যান্ডের পাশের তেলের দোকান বা ময়লার স্তুপ থেকে আগুনের সূত্রপাত হয়। তদন্ত চলছে, পরবর্তী সময়ে বিস্তারিত বলা যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর