শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

রাজশাহীর ১০০ অসহায় পরিবারকে ত্রাণসামগ্রী দিল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর ১০০ অসহায় পরিবারকে ত্রাণসামগ্রী দিল সেনাবাহিনী

স্বাস্থ্যবিধি মেনে গতকাল রাজশাহী মহানগরের বহরমপুর সিটি বাইপাস এলাকায় সহায়-সম্বলহীন প্রায় ১০০ পরিবারের মাঝে শুকনো ত্রাণসামগ্রী বিতরণ করে সেনাবাহিনী -আইএসপিআর

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে রাজশাহীর ১০০ অসহায় পরিবারকে ত্রাণসামগ্রী প্রদান করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে গতকাল রাজশাহী মহানগরের বহরমপুর সিটি বাইপাস এলাকায় সহায়-সম্বলহীন প্রায় ১০০ পরিবারের মাঝে শুকনো ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী রাজশাহীর স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার তৌহিদুল ইসলামের নির্দেশনায় মেজর রিয়াজের উপস্থিতিতে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। সেনাবাহিনীর ত্রাণসামগ্রী হিসেবে প্রতিজনকে ৭ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, আধা কেজি তেল ও ২৫০ গ্রাম করে লবণ দেওয়া হয়েছে। এদিকে এরই মধ্যে রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় ইতিমধ্যে প্রায় ৩ হাজার পরিবারের মাঝে বিভিন্ন সময় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। ত্রাণ বিতরণকালে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর